আইসিটি ২য় অধ্যায় mcq সাজেশন ║ HSC 2nd chapter MCQ Suggestion ║ HSC second chapter MCQ

আইসিটি ২য় অধ্যায় mcq সাজেশন ║ HSC 2nd chapter MCQ Suggestion ║ HSC second chapter MCQ

প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ বোর্ড প্রশ্নের আলোকে রচিত । তাই অনুশীলন করো

১।ফোন কল (ভিওআইপি) এর ব্যান্ডইউথ কত? প্রতি মিনিটে
ক)৪ এমবিপিএস
খ) ১.৫ এমবিপিএস
গ)০.৭ এমবিপিএস
ঘ) ০.৫ এমবিপিএস.

২।একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 bit স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইডথ কত?
ক) 1800 gbps
খ) 1800 kbps
গ) 1800 mbps
ঘ) 1800 bps

৩। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেকটার বাই ক্যারেকটারে ট্রান্সমিট হয় ?
ক) প্যারালালা
খ) অ্যাসিনক্রোনাস
গ) সিনক্রোনাস
ঘ) আইসোক্রোনাস

৪। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? 
ক) অপটিক্যাল ফাইবার
খ) রেডিও ওয়েব
গ) মাইক্রো ওয়েব
ঘ) টুইস্টেড পেয়ার ক্যাবল

৫। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি?
ক) ফ্যাক্স
খ) এসএমএস
গ)এমএমএস
ঘ) টেলিগ্রাফ

৬। গ্রুপ এসএমএস মোড হল-
ক) ইউনিকাস্ট
খ) মাল্টিকাস্ট
গ) ব্রডকাস্ট
ঘ) টেলিকাস্ট

৭। শিক্ষা প্রতিষ্ঠানে Lan-এর ক্ষেত্রে সাধারণত কোন ধরনের ক্যাবল ব্যবহার করা হয়?
ক) টুইস্টেড
খ) কো-এক্সিয়াল
গ) থিকনেট
ঘ) অপটিক ফাইবার

৮। ফাইবার অপটিক্যাল ক্যাবলে কোন তরঙ্গ দৈঘ্য ব্যবহৃত হয়?
ক) 500 nm
খ) 1000 nm
গ) 1500nm
ঘ)2000 nm

৯। ব্লুটুথ এর ফ্রিকুয়েন্সি কত?
ক) 2.45 khz
খ) 2.45 Ghz
গ)2.45 Mhz
ঘ) 2.45 Thz

১০। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট?

ক) ইনফ্রারেড
খ) ব্লুটুথ
গ) ওয়াইফাই
ঘ) ওয়াইম্যাক্স

১১। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কল শুরু হয়?
ক) প্রথম
খ)২য়
গ)৩য়
ঘ) ৪র্থ

১২। ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন প্রজন্মের মোবাইলে?
ক) প্রথম
খ)২য়
গ)৩য়
ঘ) ৪র্থ

১৩। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক?
ক) WPAN
খ) WLAN
গ) WCAN
ঘ) WMAN

১৪। একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়?
ক) ২
খ) ১
গ) ৩
ঘ) ৪

১৫। একই প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস?
ক) গেটওয়ে খ) রাউটার গ) রিপিটার ঘ) হাব

১৬। ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস?
ক) গেটওয়ে খ) রাউটার গ) রিপিটার ঘ) হাব

১৭। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসগুলোর সংযোগ বিন্যাসকে কি বলে?
ক) টপোলজি খ) মিডিয়া গ) প্রটোকল ঘ) বিট

১৮। স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ-
ক) শাখা-প্রশাখার মতো
খ) পিয়ার-টু-পিয়ার আকারে
গ) কেন্দ্রিয় হাবের মাধ্যমে
ঘ) প্রথম ও শেষের মধ্যে বৃত্তাকারে

আইসিটি ২য় অধ্যায় mcq সাজেশন ║ HSC 2nd chapter MCQ Suggestion ║ HSC second chapter MCQ

১৯। ১০টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন?
ক) ১০ খ) ৩০ গ) ৪৫ ঘ) ৯০

২০) ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহৃত হয়?
ক) মেশ খ) রিং গ) স্টার ঘ) বাস

২১। অ্যামাজন, গুগুল , মাইক্রোসফট তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড ব্যবহৃত হয়?
ক) প্রাইভেট খ) পাবলিক গ) ডিস্ট্রিবিঊটর ঘ) হাইব্রিড

২২। ব্যন্ড উইথের অপর নাম কি?
 i. ডেটা ট্রান্সমিশন স্পিড 
ii. ব্যান্ড স্পিড 
iii. মোবাইল স্পিড 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৩। নিচের চিত্রটি হতে পারে?

i, সিমপ্লেক্স
ii, broadcast
iii. ফুল ডুপ্লেক্স।

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৪। ব্লিল্ডিং পাহাড় পর্বত অতিক্রম করতে পারে-
i) রেডিও ওয়েব ii) মাইক্রো ওয়েব iii) স্যাটেলাইট মাইক্রোওয়েব

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৫। প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে— 
i. গতি 3G এর তুলনায় ৫০ গুণ বৃদ্ধি পায় 
ii. এটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে
iii. এর মাধ্যমে 4K TV বা Video দেখা যায় 
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৬। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-
i. হার্ডওয়্যার রিসোর্স শেয়ার
ii. সফটওয়্যার রিসোর্স শেয়ার
iii. একের অধিক কম্পিউটারের সংযোগ সাধন
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৭। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে-
i. PAN ii. LAN iii. WAN
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৮। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো-
i. আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না 
ii. যতটুকু ব্যবহার, শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়। 
iii. গোপনীয়তা ও নিরাপত্তা বেশি 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৯। নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:

করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটারভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন, যা ২৪ ঘণ্টা খোলা থাকে। সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত।

উদ্দীপকে উল্লিখিত সেবাটি হলো— 
i. রিসোর্স স্কেলিবিলিটি 
ii. অন-ডিমান্ড সেবা 
iii. পে-অ্যাজ-ইউ-গো সেবা 
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩০। উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি?
ক) ল্যান LAN খ) ম্যান MAN গ) প্যান PAN ঘ) ওয়ান WAN

৩১. নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও
জনাব শারার একজন ব্যবসায়ী। তার অফিসে ৭ টি ডেক্সটপ কম্পিউটার রয়েছে। তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান ।

জনাব শারার এর অফিসের নেটওয়ার্ক কী হতে পারে?
ক) CAN
খ) LAN
গ) MAN
ঘ) WAN

৩২। উদ্দীপকের উল্লিখিত অফিসের নেটওয়ার্ক এর জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটি?
ক) অপ্টিক্যাল ফাইবার
খ) কো-এক্সিয়াল ক্যাবল
গ) টুইস্টেড পেয়ার ক্যাবল
ঘ) মাইক্রোওয়েব

৩৩। নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও

মিঃ আরিফ তার অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে তিনি এক ধরনের ক্যাবল ব্যবহার করেন।

উদ্দীপকে মিঃ আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজি হল—
ক) বাস
খ) রিং
গ) স্টার
ঘ) মেশ

৩৪। মিঃ আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হল- 
i. এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা 
ii. ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতিসম্পন্ন 
iii. শুধু প্ৰাণৰু কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যগুলো অগ্রাহ্য করে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩৫। নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও

মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফট্ওয়্যার ব্যবহার করতে পারে না। যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করল যার মাধ্যমে সফট্ওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়।

উদ্দীপকের সার্ভিসটির নাম কী?

ক) Wi-Fi খ) Wi-Max গ) Bluetooth ঘ) Cloud computing

৩৬। উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটির—

i. লাইসেন্স ফি প্রয়োজন হয় না 
ii. রক্ষণাবেক্ষণ খরচ নাই 
iii. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

আইসিটি ২য় অধ্যায় mcq সাজেশন ║ HSC 2nd chapter MCQ Suggestion ║ HSC second chapter MCQ

আরো পড়ুনঃ

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top